অ্যাকসেসিবিলিটি লিংক

নরেন্দ্র মোদীর নামাঙ্কিত ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ


গুজরাতের রাজধানী আমেদাবাদে আজ নরেন্দ্র মোদীর নামাঙ্কিত সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ‌। আগে নাম ছিল সর্দার প্যাটেল স্টেডিয়াম, তবে লোকমুখে এটি মোতেরা স্টেডিয়াম নামেই বেশি পরিচিত ছিল। নতুন করে সাজানোর জন্য ২০১৫ সাল থেকে এটি বন্ধ রাখা হয়। আজ উদ্বোধনের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ ঘোষণা করেন, আজ থেকে সর্দার প্যাটেল স্টেডিয়ামের নতুন নামকরণ হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আমাদের প্রধানমন্ত্রী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন এই স্টেডিয়ামের পরিকল্পনা করেছিলেন তিনি। আজ তাঁর নামে এটি খুলে দেওয়া হলো। রাষ্ট্রপতি কোবিন্দ বলেছেন, এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম শুধু নয়, আন্তর্জাতিক স্তরে অত্যাধুনিক স্পোর্টস স্টেডিয়াম হিসেবেও এর তুলনা আর কোথাও পাওয়া যাবে না।

সরাসরি লিংক


এখানে অলিম্পিক গেমসও হতে পারবে। এটির দর্শক আসন সংখ্যা এক লক্ষ ৩২ হাজার। স্টেডিয়ামের নাম পাল্টানোর কথা ঘোষণা করার পরই বিরোধী রাজনৈতিক দলগুলো সমালোচনায় মুখর হয়ে উঠেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, একজন সর্বজন শ্রদ্ধেয় রাষ্ট্রনেতার নাম মুছে ফেলে তার বদলে জীবিত প্রধানমন্ত্রীর নামে কোনও স্টেডিয়ামের নাম দেওয়া একদিকে চূড়ান্ত আত্মপ্রচারের আর অন্যদিকে চরম চাটুকারিতার উদাহরণ। নেট জগতেও এই নামকরণের প্রচণ্ড নিন্দে করা হচ্ছে। তবে বিজেপি অবিচলিতভাবে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলাধুলার জন্য যা করেছেন, তার স্বীকৃতি হিসেবে এই সম্মানই তাঁর প্রাপ্য।

XS
SM
MD
LG