প্রায় চার দিন ধরে গ্রেটার কোচবিহার আন্দোলনকারীদের হাতে অবরুদ্ধ ছিল নিউ কোচবিহার স্টেশন। উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশের ট্রেন যোগাযোগ অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ে।
অান্দোলনকারীদের দাবি, পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যের যে সব অঞ্চলে কোচ উপজাতির মানুষদের বাস, সেই সব এলাকা নিয়ে গঠন করতে হবে গ্রেটার কোচবিহার।
এদিকে, একের পর এক ট্রেন মাঝ পথে আটকে পড়ায় রেলযাত্রীরা নাকাল হতে থাকেন। প্রথম দিনই অসুস্থ এক যাত্রী মারা যান চিকিৎসার অভাবে। আরও দুই যাত্রীও মারা যান মঙ্গলবার।
এই ভাবে তিন যাত্রীর মৃত্যুর পরে মঙ্গলবার সাড়ে তিনটে নাগাদ বিরাট পুলিশবাহিনী অবরোধকারীদের বলপ্রয়োগ করে উঠিয়ে দেয়। বাধা দিতে পুলিশের ওপর ইঁট ছুঁড়তে শুরু করে আন্দোলনকারীরা। পাল্টা কাঁদানে গ্যাস ছুঁড়ে ধাওয়া করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা।
গত তিন দিন কেবল অনুরোধ করছিল প্রশাসন। তাতে কাজ হয়নি। গত চার দিনে বহু ট্রেন বাতিল করতে হয়েছিল। রেল কর্তৃপক্ষ জানান, রেল চলাচল স্বাভাবিক হতে দু-তিন দিন লেগে যেতে পারে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।