অ্যাকসেসিবিলিটি লিংক

মনমোহন সিং অবসর নিবেনঃ পরবর্তী প্রধানমন্ত্রী রাহুল গান্ধী



ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন এই বছরের শেষের দিকে নির্বাচনের পর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।

মনমোহন সিং বিরল এক সংবাদ সম্মেলনে বলেন, এ বছর নির্বাচনের পর তিনি নতুন প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। এই নেতার বয়স এখন ৮১ বছর।

তিনি বলেন, ক্ষমতাসীন কংগ্রেস পার্টি যদি ক্ষমতায় আসতে পারে তাহ’লে রাহুল গান্ধীর এই পদটি গ্রহণ করা উচিত।

তবে গণ সমিক্ষায় দেখা যাচ্ছে যে এবারের নির্বাচনে বিরোদী দল ভারতীয় জনতা পার্টির পক্ষে নরেন্দ্র মোদী জয়ের সম্ভাবনা বেশী।

মিঃ সিং বলনে, মোদী যদি প্রধানমন্ত্রী হন তবে তা হবে বিপোদজনক।

নরেন্দ্র মোদী গুজরাট রাজ্যের মুখ্য মন্ত্রী। দু’হাজার দুই সালে ক্ষমতা গ্রহণ করার পরপরই তিনি মুসলমান বিরোধী দাঙ্গা থামাতে খুব সামান্য পদক্ষেপ নিয়ে ছিলেন বলে অভিযোগ রয়েছে।
XS
SM
MD
LG