পাকিস্তানী শিল্পীদের ভারতীয় ছবিতে অভিনয় কিংবা পাকিস্তানী সঙ্গীত শিল্পীদের ভারতে অনুষ্ঠান করার অধিকার নিয়ে বিভক্ত মুম্বইয়ের সিনেমা জগত। বলিউড পাকিস্তানী অভিনেতাদের ভারতীয় ছবি থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আপত্তির কারণ, পাকিস্তান থেকে আসা জঙ্গীরা যে ভারতীয় সেনার ওপর হামলা করছে, পাকিস্তানী শিল্পীরা তার সমালোচনা করেননি। কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে পাকিস্তানী শিল্পীদের সমর্থন জানিয়েছেন সলমন খান, সেলিম খান, ওম পুরি ইত্যদির মত সিনেমা ব্যক্তিত্বরা। এঁদের যুক্তি, ভারত সরকারের কাছ থেকে ভিসা ও কাজ করবার অনুমতিপত্র নিয়েই তো ওঁরা ভারতে এসে কাজ করছেন। আর, পাকিস্তানের সমালোচনা করে ওঁরা স্বদেশে ফিরতে পারবেন? আরও সমস্যা, এঁদের নিষিদ্ধ করলে যে সব ছবিতে ওঁরা কাজ করছেন, সেগুলির-ই-বা কি হবে? বলিউডে বিষয়টি নিয়ে যতই দ্বন্দ্ব থাকুক না কেন, কলকাতার টলিউডে কিন্তু মোটামুটি ঐকমত্য যে শিল্পীদের সঙ্গে জঙ্গীদের এক করে দেখাটা ভুল হবে।