ইন্দোনেশিয়ায় বুধবার খুব ভোরে এক প্রচন্ড ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৯৭ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ৫০০ এর বেশী মানুষ। যাদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক এবং তাদের জরুরী ভিত্তিতে সাহায্য প্রয়োজন।
ভূমিকম্পের পর দেশটিতে দু’সপ্তাহের জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি রিউলিউট শহরের কাছে।
স্থানীয় কর্মকর্তারা বলেন, ভূমিকম্পের কেন্দ্রবিন্দুর সব চাইতে কাছের জেলা পিডি জায়া। যেসব এলাকার সবচাইতে বেশি ক্ষতি হয়েছে, তার মধ্যে রয়েছে মিউরিউডু শহরটি।
স্বেচ্ছাসেবকরা, ভূমিকম্প আক্রান্ত এলাকা থেকে আহত মানুষকে দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছেন। হাসপাতালগুলোতে ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত মানুষ চিকিৎসার জন্য উপস্থিত হয়েছেন।
দেশটির জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো নুগরোহো জানিয়েছেন, তারা এখন ভূমিকম্পে হতাহত এবং সম্ভাব্য জীবিতদের উদ্ধারের প্রতি বেশী মনোযোগ দিচ্ছেন।
মসজিদ, দোকানপাট ও বাড়িঘর সহ বিভিন্ন ভবন, ভূমিকম্পনে ধ্বসে পড়ে। উদ্ধার কর্মীরা ভারী যন্ত্রের সাহায্যে ধ্বংশস্তুপে যারা চাপা পড়েছেন সেই সব মানুষকে খোঁজ করছেন।