অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৮৪


গত সপ্তাহে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে কমপক্ষে ৮৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র রাদিত্য জ্যতি বলেছেন যে মামুজু শহরে ৭৩ জন এবং পার্শ্ববর্তী শহর মাজনে্তে ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ৮ শতাধিক মানুষ আহত হয়েছেন, ‘এর মধ্যে ২৫০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছে।

মামুজুর দক্ষিণে শুক্রবার সকালে ৬.২ মাত্রার ভূমিকম্পের সময় ধ্বসে পড়া আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলির ধ্বংসস্তুপের কবলে আরো মানুষ আটকা পড়ে থাকতে পারে এমন সম্ভাবনায় উদ্ধারকারী দলগুলি নিবিড় তল্লাশি চালিয়ে যাচ্ছে।

স্বাস্থ্য আধিকারিকরা ক্ষতিগ্রস্থ অঞ্চলে ১৯ হাজারেরও বেশি বাস্তুচ্যুতদের মধ্যে যেন করোনাভাইরাস ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

XS
SM
MD
LG