অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার ফরাসী নাগরিকের প্রাণদন্ড কার্যকর করার দিকে এগিয়ে যাচ্ছে


Nancy Yuliana Lawyer of Serge Atlaoui, a French national who is on death row after being convicted of drug offences, talks to the media after a hearing at the State Administrative Court in Jakarta, Indonesia, June 22, 2015.
Nancy Yuliana Lawyer of Serge Atlaoui, a French national who is on death row after being convicted of drug offences, talks to the media after a hearing at the State Administrative Court in Jakarta, Indonesia, June 22, 2015.

ফরাসী এক নাগরিক যিনি মাদক পাচারের অভিযোগে প্রাণদন্ড কার্যকরের সম্মুখীন, ইন্দোনেশিয়ার এক আদালত তার চুড়ান্ত আপিল প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক মহল সম্ভবত ওই রায়ের তীব্র সমালোচনা করবে।

৫১ বছর বয়সের সার্জ অ্যাটলাউই’র আইনজীবীরা, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো যে ক্ষমা মঞ্জুর করতে অস্বীকৃতি জানাচ্ছেন তা পরিবর্তনের চেষ্টা করছেন। কিন্তু সোমবার আদালত এই নির্দেশনা জারি করে যে প্রেসিডেন্টের সিদ্ধান্ত পাল্টানোর এখতিয়ার তাদের নেই।

অ্যাটলাউই’র আইনজীবী ন্যান্সি ইউলিয়ানা সাংবাদিকদের বলেন আদালতের রায়ে তিনি খুবই হতাশ হয়েছেম। কিন্তু তিনি বলেন তিনি ও তার আইন বিষয়ক টিম অন্যান্য আরও আইনগত পথ বার করতে চেষ্টা করবেন। ২০০৫ সালে অ্যাটলাউইকে জাকার্তার বাইরে একটি ঔষুধ কারখানায় গ্রেপ্তার করা হয়। তিনি সবসময়ই বলেছেন তিন নির্দোষ। তিনি বলেছেন তিনি একটা রাসায়নিক কারখানায় কাজ করতেন।

XS
SM
MD
LG