অ্যাকসেসিবিলিটি লিংক

এয়ার এশিয়ার ব্ল্যাক বক্স উদ্ধার


ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, ডুবুরিরা এয়ার-এশিয়া ফ্লাইট 8501-এর ফ্লাইট ডেইটা রেকর্ডারটি উদ্ধার করতে পেরেছে। বিমানের ককপিটের কথাবার্তা ঐ রেকর্ডার সংরক্ষণ করে।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান এবং উদ্ধার সংস্থার প্রধান ব্যাম্ব্যাং সোলইস্টিও বলেছেন, তাঁরা স্থানীয় সময় সকাল ৭টা ১১মিনিটে ব্ল্যাক বক্সের কিছুটা অংশ তুলে আনতে সক্ষম হয়েছেন।

বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছিল, সে সংক্রান্ত তথ্য ঐ ফ্লাইট ডেইটা রেকর্ডার থেকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এয়ার এশিয়ার Airbus 320 বিমানটি ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপোর যাবার সময় মাঝপথে জাভা সাগরে বিধ্বস্ত হয়।

XS
SM
MD
LG