অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়া, মিয়ানমার সরকারকে রাখাইনে সহিংসতা প্রতিরোধ করার আহ্বান জানাচ্ছে


indonesia FM Retno Marsudi and Myanmar
indonesia FM Retno Marsudi and Myanmar

রাখাইন রাজ্যে অব্যাহত সঙ্কট নিয়ে আলোচনার লক্ষ্যে, মিয়ানমারের নেত্রী অং সান সূচী, সামরিক কম্যান্ডার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী রেতনো মার্সুদি এখন সোমবার মিয়ানমারে আছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা থেকে বলা হয় গত মাসে সহিংসতা শুরু হওয়ার পর থেকে ৮৭ হাজার রোহিঙ্গা রাখাইন থেকে প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে গেছে। ত্রাণ সংস্থাগুলোর পক্ষে, চিকিৎসা ও সরবরাহের জন্য শরণার্থীদের দাবী মেটানো কষ্টকর হচ্ছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওয়াইডোডো বলেছেন মার্সুদি, মিয়ানমার সরকারকে আহ্বান জানাবে সহিংসতা প্রতিরোধ করার জন্য এবং পররাষ্ট্র মন্ত্রী যেন বাংলাদেশে যান শরণার্থীদের জন্য মানবিক সাহায্যের প্রস্তুতির জন্য।

XS
SM
MD
LG