শেষ পর্যন্ত ২০০২ সালে ২ মহিলাকে (একজন তখন অপ্রাপ্তবয়স্কা) ধর্ষণের অপরাধে স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে সোমবার আদালত ১০ বছরের কারাদণ্ড দিল।অশান্তি এড়াতে স্বয়ং বিচারককে হেলিকপ্টারে উড়িয়ে আনা হয় আসল আদালতের বদলে জেলেরই লাইব্রেরি ঘরে অস্থায়ী আদালত কক্ষে। রাম রহিম সাজা শুনেই ক্ষমা চেয়ে আদালতেই কাঁদতে শুরু করেন। বিচারক কর্ণপাত না করে চলে যান। এরপরেও আদালতের বাইরে যেতে চাইছিলেন না গুরমিত। তাঁকে জোর করে টেনে-হিঁচড়ে বের করে জেলে ঢোকানো হয়। জানা যায়, এঁর তরফের আইনজীবিরা হাইকোর্টে আবদেন করতে চলেছেন গুরমিতকে নির্দোষ দাবি করে। দোষী হলেও আবেদন হবে কম শাস্তির। ও দিকে, সরকারের তরফে সাজা বাড়ানোর আবেদন থাকবে।