গোটা ভারতের সঙ্গে চিন্তা বেড়েছে পশ্চিমবঙ্গেও। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২,০০০ পার করল। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হাওড়ার করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে।রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ২০৫৮ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫,৯৭,৬৩৪।
ভোট প্রচারে মানুষের জমায়েত বাড়ছে। ফলে পাল্লা দিয়ে বাড়ছে আশঙ্কাও। ভোট ফুরোলেই আরও ভয়ঙ্কর আকার নিতে পারে সংক্রমণ। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। এদের মধ্যে কলকাতায় ৩জন, উত্তর ২৪ পরগনার দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির ১ জন করে, মালদাহ ও মুর্শিদাবাদে ১ জন করে মৃত্যু হয়েছে। সব মিলিয়ে রাজ্যে করোনায় প্রাণ হারালেন মোট ১০,৩৫৫ জন।