আফগানিস্তানের দক্ষিনাঞ্চলে একজন অত্যন্ত ক্ষমতাশালি জেনারেল আব্দুল রাজিক আজ আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেলের সফরের সময়ে গোলাগুলির ঘটনায় নিহত হয়েছেন। তিনি এর আগে তালিবানের অনেকগুলো হামলা থেকে প্রাণে রক্ষা পান। গুলি বিনিময়ের সময়ে দু জন আমেরিকান সৈন্য আহত এবং একজন স্থানীয় ক্যামেরাম্যান নিহত হয়।
জেনারেল স্কট মিলার কান্দাহারের গভর্ণর এবং প্রাদেশিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য , গভর্ণর ভবনের প্রাঙ্গনেই ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে যে অংশগ্রহণকারীরা বৈঠকের পর একটি হ্যালিপ্যাডের দিকে এগুচ্ছিলেন যখন এই গোলাগুলি শুরু হয় । তবে মিলার অক্ষত আছেন।
নেটোর আফগানিস্তান মিশন Resolute Support এর মুখপাত্র কর্নেল নুট পিটার্স বলেন যে প্রাথমিক প্রতিবেদনে এ রকম আভাষ পাওয়া যায় যে ঘটনাটি ছিল আফগানদের বিরুদ্ধেই আফগানদের আক্রমণ।
তিনি বলেন দু জন আহত আমেরিকানকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং হামলাকারিরা নিহত হয়েছে।
তালিবান তাৎক্ষণিক ভাবেই এই হামলাল ষড়যন্ত্রের দায় গ্রহণ করে বলে যে এর লক্ষ্য ছিল উভযই , রাজিক এবং আমেরিকান জেনারেল ।