যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, অস্বাভাবিক হারে যে Flu 'র প্রাদুর্ভাব ঘটেছিলো, তা এখন নিয়ন্ত্রণে রয়েছে ; তবে কর্মকর্তারা হুশিয়ার করে দেন যে, নিয়ন্ত্রণে থাকলেও Flu season আরো কয়েক সপ্তাহ ধরে চলবে I যুক্তরাষ্ট্রে ৪৫টি রাজ্যে এ বছর influenza ভাইরাস মহামারীর আকার ধারণ করে I
ইন্ডিয়ানা রাজ্যে ২৪৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান এবং দেশব্যাপী ১১৪টি শিশু মারা যায় I কর্মকর্তারা এখনো বুঝে উঠতে পারেন নি কেন Flu 'র ব্যাপকতা এবারে এতোটা বেশী I