অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত যুক্তরাষ্ট্রের ১০ হাজার প্রযুক্তিবিদকে চাকুরী দেবে


ভারত ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিস বলেছে তারা যুক্তরাষ্ট্রের দশ হাজার মানুষের জন্যে চাকুরীর সংস্থান করবে।

যুক্তরাষ্ট্রের H1-B ভিসা ব্যাবহারকারীদের অন্যতম এই ইনফোসিস। এই ভিসার আওতায় বিদেশী প্রযুক্তিবিদসহ বিভিন্ন খাতের দক্ষ কর্মী যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী পেয়ে থাকেন। সমালোচকরা বলছেন এই ভিসার আওতায় বিদেশি কর্মীরা আসার কারনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চাকুরী কমে যাচ্ছে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এ্যামেরিকা ফার্ষ্ট নীতির অংশ হিসাবে সম্প্রতি এই ভিসা পদ্ধতি পর্যালোচনা করার নির্দেশ দেন।

বছরে H1-B ভিসার আওতায় যে ৮৫ হাজার বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে আসে তার ৭০ শতাংশ আসে ভার থেকে। ইসফোসিস এই ভিসার আওতায় গত দুই বছরে প্রায় ১৫ হাহার কর্মী যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।

ইনফোসিস বলেছে তারা তাদের প্রতিষ্ঠানের ৪টি নতুন কেন্দ্রে আগামী ২ বছরে যুক্তরাষ্ট্রের ১০ হাজার প্রযুক্তিবিদকে চাকুরী দেবে।

XS
SM
MD
LG