অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান শান্তি আলোচনাকারী এক নারীকে হত্যার চেষ্টা


আফগনিস্তানের কর্মকর্তারা আজ জানিয়েছেন ইসলামপন্থি তালিবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা শুরুর আগে, একজন সুপরিচিত নারী শান্তি আলোচনাকারী তাঁকে হত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। ৪৫ বছর বয়সী ফাউজিয়া কুফি একজন প্রাক্তন সাংসদ এবং প্রখ্যাত মানবাধিকার কর্মী। তিনি শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী পারওয়ান প্রদেশ থেকে যখন কাবুলে ফিরছিলেন তখন ঘাপটি মেরে থাকা অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা রাজধানীর কাছে একটি বাজার এলাকায় তাঁর গাড়ির উপর হামলা করে।

তালিবানের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের রাজনৈতিক নিস্পত্তির জন্য গঠিত ২১ সদস্য বিশিষ্ট জাতীয় টিমের প্রধান মোহাম্মদ মাসুম স্তানেকজাই টুইট করে জানিয়েছেন যে কুফি সামান্য আহত হয়েছেন তবে তিনি ভালই আছেন। এই আক্রমণের দায় কেউ স্বীকার করেনি। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি এই ঘটনাকে ভীরুর কাজ বলে অভিহিত করেছেন।

তালিবানের সঙ্গে জাতীয় রাজনৈতিক আপোষ প্রক্রিয়ার যিনি তদারকি করছেন সেই আব্দুল্লাহ আবদুল্লাহ এই হত্যা প্রচেষ্টার তীব্র নিন্দা করেন এবং সরকারের প্রতি আহ্বান জানান যেন অপরাধীদের চিহ্নিত করে তাদের ধরা হয় এবং এই আক্রমণের সম্ভাব্য কারণও চিহ্নিত করা হয়।

XS
SM
MD
LG