অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের উগ্রবাদীরা আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে: ইশফাক এলাহী চৌধুরী


পুলিশি পর্যবেক্ষণ
পুলিশি পর্যবেক্ষণ

মাত্র গতকালই বাংলাদেশে আরও একজন ব্লগারকে সিলেটে কুপিয়ে হত্যা করা হলো । উগ্রবাদীরা এই হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। সাম্প্রতিক সময়ে এই সব হত্যাকান্ডে ক্রমশই এরকম জিজ্ঞাসা দেখা দিয়েছে যে বাংলাদেশে কি সত্যিই সত্যিই জঙ্গিবাদ আবারও সক্রিয় হয়ে উঠছে। এ নিয়েই ঢাকায় বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক , Bangladesh Enterprise Institute ‘এর চিন্তক অবসর প্রাপ্ত এয়ার কমোডর ইশফাক এলাহী চৌধুরী ভয়েস অফ আমেরিকাকে বলেন যে সাম্প্রতিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যে উগ্রবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে । অপেক্ষাকৃত শান্ত শহর সিলেটে অনন্ত দাশের এই হত্যাকান্ড দেখে মনে হচ্ছে বাংলাদেশে উগ্রবাদ ছড়িয়ে পড়ছে। তিনি আরও বলেন যে এই সব ঘটনাদৃষ্টে মনে হয় যে অত্যন্ত পরিকল্পিত ভাবেই এই ধরণের হামলা চালানো হচ্ছে।

অনন্ত হত্যার দায় স্বীকার করেছে আল ক্বায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট বা (AIS) নামের একটি সংগঠন । ইশফাক এলাহী চৌধুরী মনে করেন বাংলাদেশে এই সব উগ্রবাদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিবাদের সংশ্লিষ্টতা সব সময়ই ছিল এমন কি যারা অভ্যন্তরীণ সন্ত্রাসী বা Home Grown Terrorists তারাও কোন না কোন ভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলোর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সম্পৃক্ত। এই হামলাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে ইশফাক এলাহী চৌধুরী মনে করেন । তিনি বলেন যে এর আগে জে এম বি , হুজি বা লাশকার-এ-তৈয়বা এ ধরণের সংগঠনগুলোর বিরুদ্ধে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপরতা দেখিয়েছে। তবে গত দেড় বছর ধরে যে সব ঘটনা ঘটেছে এবং যার দায় বাংলাদেশ আনসারুল্লাহ বাংলা টিম নামের একটি সংগঠন স্বীকার করেছে , তাদের বিরুদ্ধে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে না। তিনি বলেন যে আইন শৃঙ্কলা বাহিনীর শিথিলতা যেমন এ জন্যে দায়ী তেমনি দায়ী বাংলাদেশের আইনী প্রক্রিয়ার দীর্ঘ সুত্রিতাও।

please wait

No media source currently available

0:00 0:03:21 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG