অ্যাকসেসিবিলিটি লিংক

ফিফার সংগে ইন্টারপোলের ১০ বছরের সহযোগীতা ছিন্ন


আন্তর্জাতিক আইন বলবদকারী সংস্থা ইন্টারপোল বলছে, ফিফার সংগে তারা ১০ বছরের সহযোগীতার সম্পর্ক স্থগিত করেছে। ফিফার দূর্নীতি কেলেঙ্কারীর কারনেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার ইন্টারপোল ঘোষণা করেছে যে তারা ফিফার অর্থ সহায়তায় ইন্টিগ্রিটি ইন ষ্পর্টস নামের ক্রীড়া কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এই কার্যক্রমের জন্য ফিফার কাছ থেকে তারা ১০ বছর মেয়াদে ২ কোটি ২০ লক্ষ ডলার সাহায্য পেত। ইন্টারপোল বলছে ঐ কার্যক্রমের উদ্দেশ্য ছিল ক্রীড়া জগতকে প্রভাব বিস্তার থেকে মুক্ত রাখা এবং দূর্বৃত্ত দলের অবৈধ চাল বন্ধ করা।

ইন্টারপোলের মহাসচিব জার্গেন ষ্টক এক বিবৃতিতে জানিয়েছেন যে ইন্টারপোল এখনও উন্নয়ণমূলক কার্যক্রমের প্রতি প্রতিশ্রুতি বদ্ধ তবে ফিফাকে ঘিরে বর্তমানে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে তিনি এই কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

ফিফা ২০২৬ সালের বিশ্বকাপ কোথায় অনুষ্টিত হবে তার জন্য আবেদন বুধবার স্থগিত করেছে। ফিফায় চলমান বিতর্কিত পারিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

XS
SM
MD
LG