অ্যাকসেসিবিলিটি লিংক

গণমাধ্যমে বাংলা ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক আরো আগেই হওয়া প্রয়োজন ছিল – আলী যাকের


গণমাধ্যমে বাংলা ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক আরো আগেই হওয়া প্রয়োজন ছিল – আলী যাকের
গণমাধ্যমে বাংলা ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক আরো আগেই হওয়া প্রয়োজন ছিল – আলী যাকের

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ‘কবর’ নাটকে অভিনয়ের মধ্য আলী যাকের তার অভিনয় জীবনের যাত্রা শুরু করেছিলেন। তার পর গত চার দশকে নুরলদীনের সারা জীবন, দেওয়ান গাজীর কিসসা, গ্যালিলিও-সহ বহু সফল মঞ্চ ও টিভি নাটকে প্রধান চরিত্রে চৌকষ অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তাঁর বলিষ্ঠ এবং বহুমুখী চরিত্রাভিনয় বাংলাদেশের নাটককে ক্রমাগত সমৃদ্ধ করে চলেছে। তাঁর দু’টি বই এবারের একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে। আহসানুল হক তাঁর সাথে কথা বলেছেন তাঁর লেখা বই নিয়ে, সেই সাথে গণমাধ্যমে বাংলা ভাষার চর্চা নিয়ে।

XS
SM
MD
LG