অ্যাকসেসিবিলিটি লিংক

মাতৃ ও শিশু স্বাস্থ্য সম্পর্কে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রক বিশেষ কর্মসুচি নিয়েছে: অধ্যাপক রুহুল হক


বাংলাদেশে একটি নারী স্বাস্থ্য ক্লিনিক
বাংলাদেশে একটি নারী স্বাস্থ্য ক্লিনিক

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা রুহুল হক বলেন যে সহস্রাব্দের লক্ষমাত্র ৪ ও ৫ এ যে মার্তৃ ও শিশু স্বাস্থ্যের উন্নযনের লক্ষমাত্রা ঠিক করা হয়েছে সে বিষয়ে বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য । এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শিশু মৃত্যুর হার হ্রাসের জন্যে সম্প্রতি মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলের পুরস্কার পেয়েছেন , সে কথাটিও উল্লেখ করেন। অবশ্য তিনি বলেন যে মার্তৃমৃত্যুর হার এখনও উদ্বেগের কারণ হয়ে রয়েছে তবে তিনি বলেন যে তাঁরা স্বাস্থ্য মন্‌ত্রক থেকে এ ব্যাপারে সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন , যাতে এটা নিশ্চিত করা সম্ভব হয়। ডা রুহুল হক বলেন যে এই মার্তৃস্বাস্থ্যের ব্যাপারেও তারা ২০১৫ সালের মধ্যে এমডিজি লক্ষ্য মাত্রা অর্জনে সমর্থ হবেন বলে আশা করছেন।

ডা রুহুল হক বলেন যে এই লক্ষেই তাঁরা একেবারে গ্রামীন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন যাতে করে মার্তৃস্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া যায়। তিনি নারী ক্ষমতায়ন বিষয়েও উল্লেখ করেন যে স্বাস্থ্যের ব্যাপারে তাঁরা যে সব ক্লিনিক খুলতে যাচ্ছেন, সে গুলোতে কাজে নারীর প্রাধান্য রক্ষা করা হবে। ডা রুহুল হক নিউইয়র্কে টীকাদান কর্মসূচির বিশ্ব জোট বা গ্লোবাল আলায়ন্স ফর ভেকসিন এর বৈঠকে যোগ দিয়েছেন।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG