অ্যাকসেসিবিলিটি লিংক

পঁচিশে মার্চ : এক কালরাত্রির কথকতা


কালরাত্রির কথকতা: আবেদ খানের বর্ণনায়
please wait

No media source currently available

0:00 0:14:04 0:00

আজ ২৫শে মার্চ । ১৯৭১ সালের এই দিন শেষে সেই কালরাত্রির মূহুর্ত আসে যেখানে তত্কালীন পাকিস্তান বাহিনী বাঙালি নিধনে তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করে। বিশ্ববিদ্যালয়ের হলে, শিক্ষকদের বাড়িতে, রাজারবাগ পুলিশ লাইনে পত্রিকার দপ্তরে হামলে পড়ে হানাদার বাহিনী। যে তিনটি পত্রিকা দপ্তর সেই রাতে আক্রান্ত এবং অগ্নি কান্ডে ভষ্মিভূত হয় তার মধ্যে অন্যতম ছিল ইত্তেফাক

আজ ২৫শে মার্চ । ১৯৭১ সালের এই দিন শেষে সেই কালরাত্রির মূহুর্ত আসে যেখানে তত্কালীন পাকিস্তান বাহিনী বাঙালি নিধনে তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করে। বিশ্ববিদ্যালয়ের হলে, শিক্ষকদের বাড়িতে, রাজারবাগ পুলিশ লাইনে পত্রিকার দপ্তরে হামলে পড়ে হানাদার বাহিনী। যে তিনটি পত্রিকা দপ্তর সেই রাতে আক্রান্ত এবং অগ্নি কান্ডে ভষ্মিভূত হয় তার মধ্যে অন্যতম ছিল ইত্তেফাক । সে নিয়েই কথা হচ্ছিল বাংলাদেশের প্রবীণ সাংবাদিক , বর্তমানে দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান। আবেদ খান ’৭১ সালে দৈনিক ইত্তেফাকের ডেস্কে কাজ করতেন।তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।

ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা: সাফিউল মাসুদ

XS
SM
MD
LG