অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ জ্বালানি সঙ্কট :গভর্ণর বাংলাদেশ ব্যাঙ্ক


Police stop cars at a checkpoint near the U.S. embassy in Sanaa, Yemen, August 6, 2013. The State Department on Tuesday ordered non-essential personnel at the U.S. Embassy in Yemen to leave the country.
Police stop cars at a checkpoint near the U.S. embassy in Sanaa, Yemen, August 6, 2013. The State Department on Tuesday ordered non-essential personnel at the U.S. Embassy in Yemen to leave the country.

বাংলাদেশ ব্যাঙ্ক সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এম এফ এর কাছে থেকে দশ টন সোনা কিনেছে বলে খবরে প্রকাশ। এই সোনা কেনার অর্থনৈতিক প্রভাব এবং বাংলাদেশ ব্যাঙ্কের সামগ্রিক কার্যক্রম নিয়ে, বাংলাদেশ ব্যাঙ্কের গভর্ণর,বিশিষ্ট অর্থনীতিবিদ আতিউর রহমান কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে।

ড রহমান বলেন আই এম এফ এর কাছ থেকে এই সোনা কেনার বিষয়ের সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠালগ্নের ইতিহাসের একটি করুণ কাহিনী রয়েছে। সেই সময়ে আই এম এফ এর সদস্যপদ লাভ করার মতো কোন সোনা বাংলাদেশ ব্যাঙ্কে মওজুদ ছিল না। তিনি বলেন সেই সময়ে কানাডার কাছ থেকে উপহার হিসেবে বাংলাদেশ সোনা পাবার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য পদ লাভ করে। সুতরাং ড: আতিউর রহমান বলেন এই উদ্যোগ খানিকটা দুঃখমোচনের প্রয়াস ও বটে। তবে প্রকৃত কারণটি হচ্ছে বিশ্বের মুদ্রা বাজারে ডলার এবং ইউরোর মানের অস্থিতিশীলতার পাশপাশি , সোনার মূল্যমান অনেক বেশি স্থিতিশীল।

ড আতিউর রহমান বলেন যে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় রকমের চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি সমস্যা । তবে তিনি বলেন যে জ্বালানি ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্যে বাংলাদেশ ব্যাঙ্ক ও সাহায্য করছে। তিনি তাঁর সাক্ষাৎকারে কৃষি অর্থনীতির উপর ও জোর দেন।

XS
SM
MD
LG