অ্যাকসেসিবিলিটি লিংক

মক্কায় হাজিদের পদপিষ্ট হবার ঘটনা সম্পর্কে বাংলাদেশের রাষ্ট্রদূত


م
م

সৌদি আরবের মিনায় শয়তানের ওপর পাথর নিক্ষেপের সময় মর্মান্তিক দূর্ঘটনায় সাত শ ‘ বেশী হাজী প্রাণ হারিয়েছেন। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী এদের মধ্যে বাংলাদেশের ৭জন এবং ভারত থেকে ১৪জন ছিলেন। এই দূর্ঘটনা সম্পর্কে বাংলাদেশের রাষ্ট্রদুত গোলাম মোসি ভয়েস অফ আমেরিকাকে বলেন যে, ‘এ পর্যন্ত আমরা তিন জনের মৃত্যুর খবর নিশ্চিতভাবে জেনেছি এবং সৌদি কর্মকর্তারা শুক্রবার দিনের শেষ একটি তালিকা প্রকাশ করবেন যাতে হতাহতের নাম ও দেশ সম্পর্কে তথ্য থাকবে। হতাহতদের কেবল মিনাতেই নয়, অন্য শহরের হাসপাতালেও পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এই মূহুর্তে আহতদের চিকিৎসা করাটাই জরুরী, নিহতদের সনাক্ত করার ও ব্যবস্থা নেওয়া হচ্ছে’।

রাষ্ট্রদূত আরও জানান যে, ‘মিনায় জামারায় পাথর নিক্ষেপের সঠিক সময় সম্পর্কে ভুল ধারণা থেকেই প্রায়ই এই ধরণের দূর্ঘটনা ঘটে। সবার বিশ্বাস দুপুর ১২টার মধ্য আসলে জোহরের নামাজের আগেই পাথর নিক্ষেপের প্রথা সম্পন্ন করতে হবে। যা সঠিক নয়, দিনের যে কোন সময়েই তা করা যায়। আবেগের বশবর্তী হয়ে হাজীরা যখন সেখানে সমবেত হন, তখনই এই ধরণের দূর্ঘটনা ঘটে। হাজীদের যদি এ সম্পর্কে আগে থেকে ভালভাবে ব্যাখ্যা করা হয়, বুঝিয়ে দেওয়া যায়, তা হলে এই সমস্যার সমাধান হতে পারে,।

please wait

No media source currently available

0:00 0:05:07 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG