অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের জটিল পরিস্থিতি তুলে ধরলেন ফারুক ফায়সাল


আফগানিস্তানের পরিস্থিতি আবার অশান্ত হয়ে উঠছে । পাল্টাপাল্টি আক্রমণের দাবি করছে প্রতিপক্ষরা। একদিন আগেই কাবুলের অ্যামেরিকান ইউনিভার্সিটিতে হামলা হয়েছে । শিক্ষার্থিসহ হতাহত হয়েছেন অনেকেই। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে আফগান পরিস্থিতি নিয়ে সেখানে কর্মরত উন্নয়ন কর্মি , ফারুক ফায়সাল ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিস্থিতি বিশ্লেষণ করেন । আট বছর ধরে আফগানিস্তনে অবস্থানকারী ফারুক ফায়সাল বলেন যে আফগানিস্তানের অস্থির পরিস্থিতিতে অন্তত তিনটি পক্ষ কাজ করছে। এক পক্ষ হচ্ছে তালিবান , যারা ২০০১ সালে ক্ষমতা হারায় । আরেক পক্ষ হচ্ছে অপরধী চক্র যারা অপহরণ করে পণবন্দী আদায় করার চেষ্টা করে এবং তৃতীয় পক্ষ হচ্ছে সরকার এবং নিরাপত্তা বাহিনীর ভেতরেই ঘাপটি মেরে থাকা কিছু লোক।

ফারুখ ফায়সাল তার বিশ্লেষণে আফগান প্রেসিডেন্ট আফগান গণি এবং প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ ‘র মধ্যকার অন্তর্গত সংঘাতের কথাও তুলে ধরেন। তিনি বলেন যে অক্টোবের বেলজিয়ামে আফগানিস্তান সম্পকিত যে বৈঠক হতে চলেছে সেখানে এ ব্যাপারে একটা নিস্পত্তি হতে পারে। তিনি আফগানিস্তানকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে টানাপোড়েনের কথা ও বলেন।

please wait

No media source currently available

0:00 0:06:26 0:00

XS
SM
MD
LG