ভারতের গোয়ায় ব্রাজিল , রাশিয়া , চীন ও দক্ষিণ আফ্রিকা ভারতের সঙ্গে দু দিন ব্যাপী ব্রিক্স শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছে। এই বৈঠকের পাশাপাশি Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) ‘এর ও শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সর্বোচ্চ পর্যায়ের আর্থ-আঞ্চলিক বৈঠক সম্পর্কে Regional Center for Strategic Studies এর নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্বিবদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদের সঙ্গে কথা বলছেন আনিস আহমেদ ।
অধ্যাপক আহমেদ এই দুটি সম্মেলনের পরিপ্রেক্ষিতে, আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন সম্পর্কের ভারসাম্য রক্ষা করাটা বিশ শতকের ধারণা । এখনকার সহযোগিতা যেহেতু প্রধানত অর্থনৈতিক সহযোগিতা কাজেই মেরুকরণের ঐ পুরোনো ধারণাটা কাজ করে না।