অ্যাকসেসিবিলিটি লিংক

করোনাকালে জনপ্রশাসনের মূল্যায়ন


করোনাকালে জনপ্রশাসনের মূল্যায়ন
please wait

No media source currently available

0:00 0:09:53 0:00
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেছেন করোনাকালে সব চেয়ে বড় হৃমকি হচ্ছে এই মহামারির রাজনীতিকিকরণ। তিনি বলেন রাজনীতি এবং দলীয় বিভাজন বিষয়টিকে আরও খারাপ করে তুলছে। বাংলাদেশও এই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত নয়। তার সঙ্গে আছে জন-প্রশাসনের বিশেষত স্বাস্থ্য প্রশাসনের দূর্বলতা, রয়েছে দূর্নীতি। এ সব বিষয় নিয়েই স্কাইপে ঢাকা থেকে আলোচনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক, ড আখতার হোসেন। আর স্কাইপে তাঁর সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ:
XS
SM
MD
LG