একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৫ জনসহ জাতীয় ঐক্যফ্রন্টের ৭ জন নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন না বলে তাদের দল ও ফ্রন্টের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে। শপথ না নেয়ার অর্থ হচ্ছে যে, তারা জাতীয় সংসদেও অংশ নেবেন না।
রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন, এ সিদ্ধান্তের কারণে সংসদ নির্বাচনটি অংশগ্রহণমূলক হলেও জাতীয় সংসদটি আর অংশগ্রহণমূলক হচ্ছে না। এতে রাজনৈতিক ভারসাম্যবিঘ্নিত হওয়ার সাথে সাথে রাজনৈতিক অস্থিতিশীলতার শঙ্কাও থেকে যায়। এদিকে, অভিজ্ঞতার ক্ষেত্রে নতুনদের প্রাধান্য দিয়ে নতুন মন্ত্রীসভা গঠিত হয়েছে এবং তারা কার্যক্রমও শুরু করেছেন। এতে চ্যালেঞ্জও রয়েছে বলে বিশ্লেষকদের অভিমত। আর এসব বিষয় নিয়ে ভয়েস অব আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন প্রবীণ সাংবাদিক এবং ইংরেজি দৈনিক নিউজ টুডে-এর সাবেক সম্পাদক রিয়াজউদ্দিন আহমদ।
আমির খসরু, ঢাকা