অ্যাকসেসিবিলিটি লিংক

SAYS ‘এর প্রধান প্রকল্প সমন্বয়কের সঙ্গে কথকতা


South Asian Youth Society বা SAYS বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার তরুণ তরুণীদের সমন্বয়ে গঠিত এমন একটি অলাভজনক প্রতিষ্ঠান যা ঐ অঞ্চলের তরুণদের অগ্রগামী চেতনা এবং কর্মস্পৃহাকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসে । SAYS তরুণ মনকে তাদের প্রচ্ছন্ন জ্ঞান ও বুদ্ধিকে , বাস্তবে কাজে লাগানোর জন্য বিভিন্ন রকম প্রকল্প নিয়েছে।

টেলিফোনে SAYS এর Chief Project Coordinator আশরাফুল ইসলাম রেহান তাঁদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন দক্ষিণ এশিয়ার যুবশক্তির মেধা ও শ্রম সমন্বিত ভাবে কাজে লাগানোর লক্ষ্যে এই সংগঠনের উৎপত্তি। তাঁরা যদিও এখনও সার্ক ‘এর সঙ্গে ঐ ভাবে সম্পৃক্ত হননি কিন্তু অদূর ভবিষ্যতে তাঁরা সার্ক এর সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিন্ন উদ্দেশ্যে কাজ করবেন। তিনি আরও বলেন যে Conflict Resolution বা সংঘাত নিস্পত্তি , মানবাধিকারসহ বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে তাঁরা কাজ করতে চান। কেবল সাফল্যের কাহিনী নয় , ব্যর্থতার যে সিঁড়ি বেয়ে তারুণ্য সাফল্যের ছোঁয়া পায় , সে কথা ও তুলে ধরতে চান , তাঁরা । এসব প্রসঙ্গ নিয়ে তিনি কথা বললেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদের সঙ্গে

please wait

No media source currently available

0:00 0:05:58 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG