অ্যাকসেসিবিলিটি লিংক

মুইঠাই ফাইটার সৃজন মুনিরের বিস্তারিত সাক্ষাতকার


মার্শাল আর্ট মুই টাই-এর উতপত্তিস্থল থাইল্যান্ডে হলেও এখন তা ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা অঞ্চলে। ৫’শ বছরের পুরানো প্রতীচ্যের এই সমর কৌশল এখন শুধুমাত্র আত্মরক্ষার উপায় নয় বরং এখন জনপ্রিয় একটি ক্রীড়ায় পরিণত হয়েছে প্রাচ্য এবং পাশ্চাত্যেও। মুই টাই-এর জনপ্রিয়তা এখন বিশ্বময়।

interview with Srijan Munier
please wait
Embed

No media source currently available

0:00 0:07:11 0:00

নিউইয়োর্ক প্রবাসী বাংলাদেশী সৃজন মুনিরের সখ এবং পেশা মুইটাই। উদীয়মান প্রতিশ্রুতিশীল এই মুইটাই ফাইটার দেশে বিদেশে অনেকগুলো প্রতিযোগীতায় শিরোপা অর্জন করেছেন। মুইটাই ট্যুর্নাম্যান্টে খেলতে এসে ছিলেন ওয়াশিংটন ডিসিতে।

সেখানেই তার সংগে কথা বলেন তাহিরা কিব্রিয়া। বিস্তারিত অনুষ্ঠানটি দেখুন ঃ

XS
SM
MD
LG