অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কে অধ্যাপক খানের বিশ্লেষণ


আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আজ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিওন পানেটা এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সঙ্গে বৈঠক করছেন। ওবামা প্রশাসন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অবস্থান নিয়ে আলাপ আলোচনা করছেন। বৃহস্পতিবার সকাল দিকে মি কারজাই পানেটার সঙ্গে বৈঠক করবেন এবং তার পর পেন্টাগণে তাকে পুর্ণ সামরিক মর্যাদায় সম্মান প্রদর্শন করা হবে।

সন্ধ্যায় তিনি পররাষ্ট্র মন্ত্রী ক্লিন্টনের সঙ্গে মিলিত হবেন এবং তার পর নৈশভোজ বৈঠক হবে।

আমাদের স্টুডিও থেকে রোকেয়া হায়দার টেলিফোনে ফ্লোরিডায় বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডঃ জিল্লুর রহমান খানের সঙ্গে কথা বলেন। ড কান মনে করেন যুক্তরাষ্ট্র ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করবে এবং সে দেশের সঙ্গে আমেরিকার সম্পর্কে এক নতুন পর্ব শুরু হবে। এ প্রসঙ্গে ডঃ জিল্লুর রহমান খান বলেন, ‘আফগানিস্তান সবসময়েই স্বাধীনভাবে থেকেছে। তারা সবসময় ট্রাইবাল একটা জীবনযাপন করেছে। কারজাই যদি সেটা রক্ষা করতে পারেন সেটা হতে পারে একটা অর্জন । তবে অধ্যাপক খান কারজাই সরকারের দূর্নীতি প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন।


please wait

No media source currently available

0:00 0:05:51 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG