বিশ্ব অর্থনীতি নিয়ে একটি ব্যতিক্রমী গবেষণা গ্রন্থ হচ্ছে Remaking the Wealth of the Nations. এর লেখক মোহাম্মদ শামসুল আলম চৌধুরি , যিনি পেশায় একজন কুটনীতিক, তাঁর এই বইয়ে একদিকে যেমন ধনী ও দরিদ্র দেশের সম্পদের পার্থক্য নিরসনের কথা বলেছেন , অন্যদিকে তেমনি প্রশাসনিক ও রাজনৈতিক বিশ্লেষণও করেছেন , কয়েকটি দেশের উদাহরণ উল্লেখ করে । মোহাম্মদ শামসুল আলম চৌধুরীর সঙ্গে কথা হচ্ছিল, তাঁর বই নিয়ে :