অ্যাকসেসিবিলিটি লিংক

২ হাজার পনেরো সালে য়ুরোপে আগত অভিবাসি ও শরনার্থীর সংখ্যা দশ লক্ষেরও বেশি


আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে-২ হাজার পনেরো সালে য়ুরোপে আগত অভিবাসি ও শরনার্থীর সংখ্যা দশ লক্ষেরও বেশি। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এতো বিপুল সংখ্যার জন-প্রবাহ এর আগে আর কখনো দেখা যায়নি।

জেনিভায় অবস্থিত সংস্থাটির জারি করা পরিসংখ্যানে দেখা যাচ্ছে-আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে এক লক্ষ পাঁচ হাজার পাঁচ শ’ চার অভিবাসি ঐ সময়ে য়ুরোপে হাজির হয়েছে। এসব অভিযাত্রি এসেছে সাগরপথে-এসেছে স্থলপথে- এবং দু’ হাজার চোদ্দ সালের তুলনায় সংখ্যাটা বেড়েছে চারগুন।

গৃহযুদ্ধে জেরবার সিরিয়ার দু’লক্ষেরও বেশি শরনার্থী প্রাণ হারিয়েছে- আরো লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে –হিসেব মিলেছে কেবল এর অর্ধেক সংখ্যকেরই- শরনার্থী এসেছে যুদ্ধ বিক্ষুদ্ধ অপর দু’দেশ আফগানিস্তান ও ইরাক থেকেও।এসব শরনার্থী এসেছে গ্রীস,বালগেরিয়া,ইটালী,স্পেইন,মল্টা,এবং সাইপ্রাসেও--সাগরপথে গ্রীসে হাজির হয়েছে আট লক্ষেরও বেশি মানুষ।উত্তর আফ্রিকা ও ইটালীর মাঝামাঝি বিক্ষুদ্ধ ভূমধ্যসাগর পাড়ি দেবার সময় প্রাণ হারিয়েছে- নিখোঁজ হয়েছে প্রায় ৩৬ শ’ মানুষ।

অভিবাসন সংস্থা IOM বলছে- ভূমিভাগ পেরিয়ে তুরস্ক থেকে গ্রীস ও বালগেরিয়া পৌঁচেছে অন্যুন ৩৫ হাজার অভিবাসি।

XS
SM
MD
LG