রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ সোমবার বলেছেন, ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার আন্তর্জাতিক চুক্তি পরিবর্তন করার যে আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, রাশিয়া তা সমর্থন করে না।
২০১৫ সালে ছয় বিশ্ব শক্তিধর দেশের সঙ্গে করা ইরানের পারমাণবিক চুক্তিটি আপাতত বহাল রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ইরানের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা আরো ১২০ দিনের জন্য স্থগিত থাকবে। তবে এটিই শেষবার বলে সতর্ক করে দিয়েছেন তিনি।
ল্যাভরভ সোমবার বলেছেন ট্রাম্প যদি কোন পরিবর্তন না করলে ওই চুক্তি থেকে প্রত্যাহারের হুমকী বজায় রাখেন তাহলে অচিন্তনীয় প্রতিফল দেখা যাবে। ইরান মনে করবে যে চুক্তির শর্তগুলো তাদের আর মানতে হবে না।
ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি না করে তার জন্য, ইরানের সঙ্গে দীর্ঘ ও কঠিন আলোচনা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, চীন, ফ্রান্স এবং জার্মানী।