অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানে দশ হাজারের ও বেশী স্বাস্থ্য কর্মী করোনাভাইরাসে আক্রান্ত 


বৃহস্পতিবার ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে সে দেশে দশ হাজারের ও বেশী স্বাস্থ্য কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন ও গাজার স্বাস্থ্য কর্মকর্তারা নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থাগুলো উপ স্বাস্থ্যমন্ত্রী কাসেম জানবাবেই উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায়। তবে কাসেম জানবাবেই এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননিো। প্রতিবেদনে বলা হয়, সপ্তাহখানেক আগে সংক্রামিত স্বাস্থ্য পরিচর্যার কর্মীদের সংখ্যা ছিল মাত্র ৮00 । ইরান বলছে, এদের মধ্যে ১00 জনেরও বেশি কর্মী মারা গিয়েছেন। ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করে চলেছে।করনাভাইরাসে অন্তত ৭২৪৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছে ১২৯০০০। অধিকাংশ মানুষের মধ্যে, করোনাভাইরাসের হালকা বা মাঝারি লক্ষণ দেখা দেয়, যেমন জ্বর এবং কাশি যা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সেরে যায়। কোন কোন মানুষের জন্য, বিশেষ করে বয়স্ক প্রাপ্তবয়স্ক এবং মানুষের বিদ্যমান স্বাস্থ্য সমস্যার জন্য, এটি নিউমোনিয়া এবং মৃত্যু সহ আরো গুরুতর অসুস্থতা সৃষ্টি করতে পারে

XS
SM
MD
LG