অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান ও যুক্তরাষ্ট্রের ইরান চুক্তি বিষয়ে আলোচনাকে স্বাগত 


যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ইরান চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে, আলোচনা শুরু করতে চলেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা'র ইম্পেরিয়াল বা গ্রান্ড হোটেলেI এই আলোচনায় মধ্যস্থতা করার কথা ইউরোপীয় কর্মকর্তাদেরI

আলোচনাকারীরা, ২০১৫ সালে স্বাক্ষর করা 'ইরান চুক্তি' পুনরুদ্ধারের প্রয়াস চালাবেন, যার আওতায় পরমাণু কর্মকান্ড সীমিত করার জবাবে, ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিলI তবে ইরান এই চুক্তি বলে বেশি লাভবান হচ্ছে যুক্তি তুলে, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার কোরে নেনI

তবে, বর্তমান প্রেসিডেন্ট, জো বাইডেন ইরানের সঙ্গে কতিপয় শর্তসহ সম্পর্ক উন্নয়নে আগ্রহী হওয়ায়, নুতন কোরে ইরান চুক্তি নিয়ে আলোচনা শুরু হচ্ছেI তবে, ইরান সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ কোরে দিয়েছে এবং পরোক্ষ আলোচনায় বসতে রাজি হয়েছেI

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, নেড প্রাইস বলেন, যুক্তরাষ্ট্র এখনই ইরানের মনোভাবে পরিবর্তন আশা করে না,তবে পরোক্ষ আলোচনায় সামিল হওয়াকে সাধুবাদ জানানI

যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নের্তৃত্ব দিচ্ছেন, ক্লিনটন ও ওবামা প্রশাসনের শীর্ষ এক কূটনীতিক, রব ম্যালিI ইরান চুক্তি বা JCPOA চুক্তিতে স্বাক্ষর করেছিল বিশ্বের ৬টি শীর্ষ দেশ, বৃটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাষ্ট্রI

XS
SM
MD
LG