অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান পারমাণবিক চুক্তি, কঠোর ও নৈতিক কুটনৈতিক ততপরতার ফসল: প্রেসিডেণ্ট ওবামা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট বারাক ওবামা বলছেন, ইরানের পারমাণবিক কর্মসূচী বিষয়ে চুক্তির যে চুক্তি হয়েছে, তা একটি ভালো চুক্তি। এবং তা, কঠোর ও নৈতিক কুটনৈতিক ততপরতার ফসল।

মিঃ ওবামা তাঁর সাপ্তাহিক ভাষণে আজ শনিবার বলেছেন, ইরান তাদের অস্ত্র বানানোর জন্যে যা প্রয়োজন, তা মজুদ করবে না বলে রাজী হয়েছে। প্রেসিডেণ্ট আরও বলেছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা, ইরানের পারমাণবিক কর্মসূচী পুংখানুপুংখভাবে পর্যবেক্ষণ করতে পারবে, যা আগে কখনও হয়নি। আর অন্য কোন দেশেও এর নজির নেই। যদি ইরান চুক্তির মর্যাদা না দেয়, পৃথিবী তা জানবে। এই চুক্তি বিশ্বাসের মর্যাদার ওপর ভিত্তি করে নয়, এই চুক্তির ভিত্তি সার্বক্ষণিক যাচাই বাছাই।

ইরানের প্রেসিডেণ্ট হাসান রুহানি বলছেন, ইরানের সাথে বিশ্বশক্তির যে চুক্তি হয়েছে, তা ইরানের পারমাণবিক অধিকার সুরক্ষা করবে এবং ইরানকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেবে।

XS
SM
MD
LG