অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রকে গোপন তথ্য দেওয়ার জন্য ইরান পারমাণবিক বিজ্ঞানীর প্রাণ দন্ড কার্যকর করেছে


FILE -- This Oct. 27, 2004, file photo, shows the interior of the Arak heavy water production facility in Arak, 360 kms southwest of Tehran, Iran.
FILE -- This Oct. 27, 2004, file photo, shows the interior of the Arak heavy water production facility in Arak, 360 kms southwest of Tehran, Iran.

ইরানে এক পারমাণবিক বিজ্ঞানীর প্রাণ দন্ড কার্যকর করা হয়েছে। তেহেরানের বিতর্কিত পারমাণবিক কার্যক্রমের বিষয়ে যুক্তরাষ্ট্রকে গোপন তথ্য দেওয়ার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন।

শাহরাম আমিরির প্রাণ দন্ড কার্যকরের খবর রবিবার নিশ্চিত করে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা। বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন মোহসেনি ইজেহি বলেন “যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যোগাযোগের মাধ্যমে আমিরি শত্রুকে দেশের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।”

ইজেহি বলেন আদালত আমিরিকে মৃত্যু দন্ড দেয় এবং ইরানের সুপ্রিম কোর্ট ওই রায় বলবৎ রাখে।

২০০৯ সালে আমিরি সৌদী আরবে যান। এক বছর পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন ইরান ত্যাগ করার জন্য এবং ইরানের পারমাণবিক কার্যক্রমের বিষয়ে তথ্য প্রদানের জন্য, তারা আমিরিকে ৫০ লক্ষ ডলার দিয়েছে ।

XS
SM
MD
LG