রবিবার ইরানের বার্তা মাধ্যমে বলা হচ্ছে যে ইরানীরা এবছর হজ্ পালন করতে পারবে না কারণ ইরান, সৌদী আরবের সঙ্গে এ বিষয়ে মতৈক্যে পৌছুতে পারেনি।
ইরনার (IRNA) সূত্রে বলা হয, যে সংস্কৃতি ও ইসলামীক নিয়ম কানুন বিষয়ে মন্ত্রী আলী জান্নাতি বলেছেন ইরানী প্রতিনিধি দল যারা এ বছর হজের বিষযে আলোচনার জন্য সৌদী আরব যান, তাদের সঙ্গে রিয়াদ যে আচরণ করে তার পরেই ওই সিদ্ধান্ত নেওয়া হয।
মন্ত্রী বলেন সৌদী কর্মকর্তাদের কাছ থেকে জবাবের জন্য আমরা আজ পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু ইরানী প্রতিনিধি দলের সঙ্গে দুই দফার আলোচনায়, তাদের যে আচরণ এবং তারা যে প্রতিবন্ধক সৃষ্টি করেছে তাতে ইরানী হজযাত্রীরা এবছর হজ পালন করতে পারবেন না।
তিনি বলেন সোমবার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।