অ্যাকসেসিবিলিটি লিংক

দুটি পরমাণু স্থাপনায় প্রবেশের জন্য ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাস 


জাতিসংঘের পরমাণু এজেন্সী শুক্রবার, এক প্রস্তাব পাস করেছে ,যাতে ইরানকে দুটি পরমাণু স্থাপনা পরিদর্শনে পরিদর্শকদের অনুমতি দেবার অনুরোধ জানানো হয়েছে I এজেন্সির অনুমান,এই দুটি স্থাপনায় অঘোষিত পরমাণু সামগ্রী হয় ব্যবহার করা হয়েছে, নতুবা সেগুলি গুদামজাত রয়েছে I

ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি এই প্রস্তাব উত্থাপন করে এবং যুক্তরাষ্ট্র তাতে সমর্থন ব্যক্ত করে I

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, মাইক পম্পেও বলেন, ইরানের তরফে পরিদর্শকদের স্থাপনা পরিদর্শনে অস্বীকৃতি এবং তদন্তে অসহযোগিতা করা অত্যন্ত দুঃখজনক ; তাই সংশয় রয়েছে যে, ইরান হয়তোবা কিছু লুকোতে চায় I

XS
SM
MD
LG