অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের বিরুদ্ধে পারমানবিক অস্ত্র বানানোর অভিযোগের তদন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হলো


একদা ইরান যে পারমানবিক অস্ত্র বানানোর কাজ শুরু করেছিল, সে অভিযোগে এক দশক আগের তদন্ত প্রক্রিয়া মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে, জাতিসংঘ পারমানবিক পর্যবেক্ষন কর্তৃপক্ষ।

৩৫ টি রাষ্ট্রের সদস্যদের নিয়ে গঠিত International Atomic Energy Agency (IAEA) এর একটি বোর্ড সর্বসম্মতিক্রমে তা বন্ধ করে।

International Atomic Energy Agency (IAEA) প্রধান Yukiya Amano বোর্ড সদস্যদের সামনে তার চুড়ান্ত প্রতিবেদন পেশ করেন এই বলে যে; ইরান পারমানবিক অস্ত্র বানানোর লক্ষ্যে কাজ করছিল কি না সে প্র্রশ্নের উত্তর এই প্রতিবেদনে রয়েছে।

ইউকিয়া আমানো বলেন, “অতীতে ইরাক কি করেছে তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ননা দেয়া তাদের সংস্থার পক্ষে সম্ভব নয়; তবে পুরো বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেয়া যায় এমন বিবরণ রয়েছে এখানে”।

উপসংহারে তিনি বলেন, ২০০৩ সালের দিকে ইরান যে পারমানবিক বিস্ফোরণ ঘটানোর মতো কিছু একটা উন্নয়নের কাজ করছিল সে প্রমান মিলেছে। ইরান শুরু থেকেই বলে এসেছে তারা পারমানবিক গবেষণা করছে অস্ত্র তৈরির জন্যে নয়; শান্তিপূর্ন কাজে ব্যাবহারেরর লক্ষ্যে।

XS
SM
MD
LG