অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন করার অভিযোগ করছে


Tehran, Iran
Tehran, Iran

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসান বলেছেন ইরানের অন্যান্য কার্যকলাপের কারণে সে দেশের পারমানবিক চুক্তি বাস্তবায়নের বিষয়টি থেকে দৃষ্টি অন্য দিকে সরে যাচ্ছে। তিনি বলেন তাদের ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম, সন্ত্রাসবাদের প্রতি তাদের সমর্থন এবং ইরাক, সিরিয়া ও ইয়েমেনের সংঘাতে তাদের ভূমিকার মত তৎপরতা ওই অঞ্চলকে অস্থিতিশীল করছে।

টিলারসান মঙ্গলবার পররাষ্ট্র দফতরে অবহিতকরণ বৈঠকে ওই মন্তব্য করেন। ওদিকে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে ওই চুক্তি লঙ্ঘন করার অভিযোগ করছে। ওই চুক্তি জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশান নামে পরিচিত ছিল। চুক্তির অধীনে ইরানের পারমানবিক কার্যক্রম সীমিত করা হবে এটা নিশ্চিত করার লক্ষ্যে যে ইরান পারমানবিক অস্ত্র তৈরি করতে পারবে না যখন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হ্রাস করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসন গত মাসে কংগ্রেসকে জানিয়েছে যে ইরান চুক্তির শর্ত মেনে চলছে।

XS
SM
MD
LG