অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান পারমানবিক ঐতিহাসিক চুক্তি হয়েছে


This image made from video broadcast on Press TV, Iran's English language state-run channel shows U.S. President Barack Obama, with Vice President Joseph Biden standing by, making a statement following the announcement of the Iran nuclear deal, Tuesday, J
This image made from video broadcast on Press TV, Iran's English language state-run channel shows U.S. President Barack Obama, with Vice President Joseph Biden standing by, making a statement following the announcement of the Iran nuclear deal, Tuesday, J

বিশ্বশক্তিগুলোর ইরানের সঙ্গে এক চুক্তি হয়েছে যার অধীনে সে দেশের পারমানবিক কার্যক্রম সীমিত করার বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এই চুক্তির ফলে এক দশকেরও বেশি সময় ধরে চলা জোরালো কন্টকপূর্ণ আলোচনার অবসান হলো।

প্রেসিডেন্ট ওবামা বলেছেন “এই চুক্তি এটাই প্রতীয়মান করে যে আমেরিকান কূটনীতি প্রকৃত ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে পারে।”

প্রসিডেন্ট বলেন “ইরানের সঙ্গে একটা সার্বিক, দীর্ঘ মেয়াদি চুক্তি, ওই দেশের পারমানবিক অস্ত্র অর্জন প্রতিররোধ করবে।” প্রসিডেন্ট আরও বলেন যুক্তরাষ্ট্র কংগ্রেস ওই চুক্তিতে বাধা দেওয়ার জন্য যে আইনপ্রস্তাবই করবে তিনি তাতে ভিটো দেবেন।

XS
SM
MD
LG