অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষে চুড়ান্ত সময়সীমার আগে চুক্তি সম্পাদন সম্ভব নয়


U.S. Secretary of State John Kerry shakes hands with Iranian Foreign Minister Mohammad Javad Zarif, right, prior to a bilateral meeting of the closed-door nuclear talks with Iran in Vienna, Austria, Nov. 23, 2014.
U.S. Secretary of State John Kerry shakes hands with Iranian Foreign Minister Mohammad Javad Zarif, right, prior to a bilateral meeting of the closed-door nuclear talks with Iran in Vienna, Austria, Nov. 23, 2014.

তেহরানের পারমানবিক কার্যক্রম বিষয়ে এক সার্বিক চুক্তি অর্জনের লক্ষ্যে, যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কূটনীতিকরা এক সব শেষ প্রচেষ্টায় ভিয়েনায় বৈঠকে মিলিত হয়েছেন। কিন্তু সোমবারের চুড়ান্ত সময়সীমার আগে চুক্তি সম্পাদিত হওয়ার সম্ভাবনা নেই।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ রবিবার, পঞ্চম দফার আলোচনা শুরু করেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভরভ রবিবার পরে তাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন।

ইরানী ছাত্র সংবাদ সংস্থা, ইরানী আলোচক দলের এক সদস্য যার পরিচয় অজ্ঞাত রয়েছে, তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে চুড়ান্ত সময়সীমার আগে যে অল্প সময় আছে তার মধ্যে নতুন চুক্তি সম্পাদন করা সম্ভব নয় এবং অনেক ইস্যুর এখনও কোন সমাধান হয়নি। ইরান বলেছে রবিবার রাতের মধ্যে কোন মতৈক্য না হলে আলোচনার মেয়াদ বাড়ানোর জন্য তারা আলাপ শুরু করবে।

XS
SM
MD
LG