অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের পারমানবিক চুক্তিকে সৌদী আরব সতর্কতার সঙ্গে স্বাগত জানিয়েছে


বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরান যে পারমানবিক বিষয়ে চুক্তি সম্পাদন করেছে, সৌদী আরব এবং অন্যান্য্য পারস্য এলাকার রাষ্ট্রগুলো সতর্কতার সঙ্গে সেটিকে স্বাগত জানিয়েছে।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সৌদী সরকার বলেছে, ইরানের পারমানবিক বিরোধের একটা সার্বিক সমাধান অর্জনের জন্য এটা একটা হয়ত প্রথম পদক্ষেপ, যদি সেখানে সদিচ্ছা থাকে।

রবিবার জিনিভায় সাক্ষরিত চুক্তির অধীনে ইরান ৬ মাসের জন্য তাদের পারমানবিক কার্যক্রমের কিছু অংশ সীমিত করতে বা বন্ধ রাখতে সম্মত হয়েছে।এর বিনিময়ে ৬টি বিশ্বশক্তি ইরানী অর্থনীতিতে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবে।

এই আলোচনা সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও সৌদী আরবের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে।

সুন্নি প্রধান পারস্য উপসাগরীয় দেশগুলো দীর্ঘদিন ধরে আশংকা করছে যে ইরান তাদের পারমানবিক তৎপরতায় অস্ত্র তৈরি করবে এবং তাতে শিয়া প্রধান ওই দেশ তাদের আঞ্চলিক প্রভাব বাড়াবে সুন্নিদের ক্ষতি করে। ইরান বলেছে তাদের পারমানবিক কার্যক্রম শান্তিপূর্ণ লক্ষ্যে।

ফরাসী পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবিয়াস সোমবার বলেছেন ইউরোপীয় ইউনিয়ন আগামী মাসে ইরানের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে পারে।
XS
SM
MD
LG