অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান বিষয়ক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারে কংগ্রসে মিশ্র প্রতিক্রিয়া


ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের কারণে কংগ্রেসে তিক্ত দলীয় রাজনৈতিক বিতর্ক আবার চাঙ্গা হয়ে উঠেছে। মাত্র আড়াই বছর আগে কংগ্রেসে ঐ চুক্তিকে স্বাগত জানানো হয়েছিল।

ডেমক্র্যাটরা বলছেন যে এই পদক্ষেপ হচ্ছে , আন্তর্জাতিক কুটনৈতিক সম্প্রদায় থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করার প্রথম পদক্ষেপ। তবে রিপাবলিকানরা এই সিদ্ধান্তকে বহুল প্রতীক্ষিত বলে স্বাগত জানিয়েছেন যার ফলে তদানীন্তন প্রেসিডেন্ট ওবামার সব চেয়ে উল্লেখযোগ্য পররাষ্ট্র নীতি বিষয়ক প্রচেষ্টার অবসান ঘটলো। প্রতিনিধি পরিষদের স্পীকার , রিপাবলিকান পল রায়ান মি ট্রাম্পের এই ঘোষণা সম্পর্কে বলেন , গোড়া থেকেই ওবামা আমলের এই চুক্তি ছিল ত্রুটিপুর্ণ। এই চুক্তি স্বাক্ষরের পর ইরানের বৈরি কর্মকান্ড এ বিষয়টাকেই তুলে ধরেছে।

রায়ান বলেন যে তিনি সব সময়ে বিশ্বাস করেছেন যে এই চুক্তির ভুল ত্রুটিগুলোকে সংশোধন করাটাই সব চেয় উত্তম পন্থা হতো কিন্তু এটা দুঃখের বিষয় যে এটা করার জন্য আমাদের আমাদের ইউরোপীয় সহযোগিদের সঙ্গে সহমতে পৌঁছুতে পারিনি।

Nancy Pelosi
Nancy Pelosi

তবে প্রতিনিধি পরিষদের ডেমক্র্যাটিক নেত্রী ন্যান্সি পেলসি বলেছেন যে তাড়াহুড়ো করে নেওয়া এই সিদ্ধান্ত আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে , ইরানকে করেনি। ডেমক্র্যাটরা বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই বাস্তবতাকে অগ্রাহ্য করে একটি সংকট সৃষ্টি করেছেন । আর বাস্তবতাটি হচ্ছে যে ঐ পরমাণু চুক্তিটি ইরানকে পরমাণু বোমা প্রস্তুত করা থেকে বিরত রেখেছে। প্রতিনিধি পরিষদের ডেমক্র্যাটরা আরও বলছেন যে ইরান সরকারের মানবাধিকার লংঘন এবং সন্ত্রাসী সংগঠনগুলোর সমর্থন মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রের দরকষাকষির শক্তি এখন নিঃশেষিত হয়েছে।

XS
SM
MD
LG