বিশ্বের সাতটি শক্তিধর রাষ্ট্রের আলোচকরা ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তার পারমানবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করার ব্যাপারে একটি অন্তবর্তী চুক্তি চূড়ান্ত করার চেষ্টা অব্যাহত রেখেছেন।
ইউরোপীয় ইউনিয়নের প্রধান কুটনীতিক ক্যাথেনি অ্যাশটানের মুখপাত্র বলেছেন যে ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আজকের এই প্রথম দফা আলোচনা ছিল অত্যন্ত সারবস্তু সম্মত।
জিনিভিায় আন্তর্জাতিক আলোচক এবং ইরানের মধ্যে দ্বিতীয় দিনের বৈঠকের পর মুখপাত্রটি আরো বলেন যে মিজ অ্যাশটার এবং জাভেদ জারিফ সকালের অধিবেশনে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন এবং তারা আবারও পরে আলোচনায় বসবেন। এ দিকে ফরাসি পররাষ্ট্র মন্ত্রী লরা ফ্যাবিউ বলেন যে শান্তিপুর্ণ পারমানবিক শক্তি অর্জনের অধিকার ইরানের আছে তবে পারমানবিক অস্ত্র তৈরির অধিকার যে নেই সেটির ব্যাপারে ছটি রাষ্ট্রের সকলেই একমত।
অ্যাশটন , যুক্তরাষ্ট্র , ব্রিটেন , চীন , ফ্রান্স , রাশিয়া ও জার্মানীকে প্রতিনিধিত্ব করছেন। তারা চাইছে এমন একটি অন্তবর্ত চুক্তি যাতে ইরান তার পরিশোধন কার্যক্রম বন্ধ করে এবং কিছু নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে সেখানে আরও পরিদর্শনের অনুমতি দেয়।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার দিনে আরও আগের দিকে বলেন যে ইরান সমঝোতার অংশ হিসেবে তার ইউরেনিয়াম পরিশোধনের কার্যক্রম স্থগিত করবে না। তিনি আরও বলেন যে দু পক্ষের মধ্যেআস্থা ছাড়া কোন অর্থবহ সমঝোতা হতে পারে না।
ইউরোপীয় ইউনিয়নের প্রধান কুটনীতিক ক্যাথেনি অ্যাশটানের মুখপাত্র বলেছেন যে ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আজকের এই প্রথম দফা আলোচনা ছিল অত্যন্ত সারবস্তু সম্মত।
জিনিভিায় আন্তর্জাতিক আলোচক এবং ইরানের মধ্যে দ্বিতীয় দিনের বৈঠকের পর মুখপাত্রটি আরো বলেন যে মিজ অ্যাশটার এবং জাভেদ জারিফ সকালের অধিবেশনে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন এবং তারা আবারও পরে আলোচনায় বসবেন। এ দিকে ফরাসি পররাষ্ট্র মন্ত্রী লরা ফ্যাবিউ বলেন যে শান্তিপুর্ণ পারমানবিক শক্তি অর্জনের অধিকার ইরানের আছে তবে পারমানবিক অস্ত্র তৈরির অধিকার যে নেই সেটির ব্যাপারে ছটি রাষ্ট্রের সকলেই একমত।
অ্যাশটন , যুক্তরাষ্ট্র , ব্রিটেন , চীন , ফ্রান্স , রাশিয়া ও জার্মানীকে প্রতিনিধিত্ব করছেন। তারা চাইছে এমন একটি অন্তবর্ত চুক্তি যাতে ইরান তার পরিশোধন কার্যক্রম বন্ধ করে এবং কিছু নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে সেখানে আরও পরিদর্শনের অনুমতি দেয়।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার দিনে আরও আগের দিকে বলেন যে ইরান সমঝোতার অংশ হিসেবে তার ইউরেনিয়াম পরিশোধনের কার্যক্রম স্থগিত করবে না। তিনি আরও বলেন যে দু পক্ষের মধ্যেআস্থা ছাড়া কোন অর্থবহ সমঝোতা হতে পারে না।