অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান ও ছয় বিশ্ব শক্তির পারমানবিক আলোচনায় তৃতীয় সময় সীমা শুক্রবার


U.S. Secretary of State John Kerry meets with foreign ministers of Germany, France, China, Britain, Russia and the European Union during the Iran talks meetings at a hotel in Vienna, Austria, July 7, 2015.
U.S. Secretary of State John Kerry meets with foreign ministers of Germany, France, China, Britain, Russia and the European Union during the Iran talks meetings at a hotel in Vienna, Austria, July 7, 2015.

ইরান ও বিশ্বের প্রধান প্রধান শক্তিধর দেশগুলোর প্রতিনিধিদের মধ্যেকার পারমানবিক নিস্পত্তি আলোচনা আজ বুধবারেও অব্যাহত থেকেছে ভিয়েনায়- ইতিমধ্যে,আলোচকদের নিজেদেরই নির্ণীত দ্বিতীয় আরেকটি চূড়ান্ত সময় সীমাও উত্তীর্ণ হয়েছে।এখন আলোচকেরা সর্বাত্মক একটা রফা সম্পাদনের লক্ষে নিজেদের জন্যে শুক্রবারের সময় নির্ধারণ করেছেন।

মঙ্গলবার রাতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়,পশ্চিমা এক দেশের এক কূটনীতিক বলেন-ইরানের সঙ্গে যে আলোচনা তা অনির্ধারিত কাল পর্যন্ত চলার বিষয় নয়-এবং চূড়ান্ত সময়সীমা এই শেষবারই বাড়ানো হলো। নামোল্লেখ করা হচ্ছেনা , এমনি একটি দেশের ঐ কূটনীতিক বলেন- পরবর্তী ৪৮ ঘন্টায় হয় এতেই কাজ হবে- নয়তো নয়।

ইরানের তরফের পদস্থ আলোচক আব্বাস আরাকচী বলেছেন-কোনো সময়সীমাই সংরক্ষণীয় বলা যাবেনা-যদ্দিন প্রয়োজন আলোচনা তেহরান চালিয়ে যাবে।যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের জনৈক মুখপাত্র মেরী হার্ফ বলেছেন সময়ের ব্যাপারে অতোখানি চিন্তা আমরা করিনা- যতোটা আগ্রহ রয়েছে আমাদের রফার গূণগত মান নিয়ে।

ইরান ও ছয় বিশ্ব শক্তি-বৃটেন,চীন,ফ্রান্স,জার্মানী,রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার রফা ইরানের য়ুরেনিয়াম পরিশীলন মাত্রা হ্রাস করবে যাতে সে পারমানবিক অস্ত্র তোয়ের করতে না পারে এবং বিনিময়ে ইরানের অর্থনীতি বিধিনিষেধের বেড়াজাল থেকে মুক্তি পাবে।

XS
SM
MD
LG