ইরানের পরমাণু নীতি নিয়ে ক্রুদ্ধ আমেরিকা ও দেশ থেকে যে কোনও কিছু আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এতে ইরান থেকে তেল আমদানি করতে পারবে না ভারত।
রাষ্ট্রসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি দিল্লিতে এসে বলে গিয়েছেন, ভারত যেন এই নিষেধাজ্ঞা মেনে চলে। ওদিকে ইরানের সঙ্গে ভারতের হাজার হাজার বছরের সম্পর্ক। হুকুম না মেনেও ভারতের উপায় নেই, আবার, ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা নষ্ট করতেও চাইছে না ভারত। তেল কেনার বিকল্প ব্যবস্থা হয়তো হয়ে যাবে। কিন্তু ইরানের সঙ্গে পুরনো বন্ধুত্ব? সম্প্রতি মন্ত্রী পর্যায়ে ভারত-মার্কিন বৈঠক আমেরিকা পিছিয়ে দিয়েছে।
সব মিলিয়ে ভারত-মার্কিন সম্পর্কের ওপর যেন অস্বস্তির মেঘ।