অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের রকেট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্র


ইরানের সাম্প্রতিক রকেট উৎক্ষেপণকে নিন্দে জানিয়ে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্র এক যৌথ বিবৃতি দিয়েছে। ঐ বিবৃতিতে বলা হয়ছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র তৈরি ঐ অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। আর কোন ব্যালিস্টিক ক্ষেনাস্ত্র নিক্ষেপ এবং এ জাতিয় কর্মকান্ড থেকে বিরত থাকতে আমরা ইরানের প্রতি আহ্বান জানচ্ছি।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি এক বিবৃতিতে বলেছেন, ইরান যে আন্তর্জাতিক দায় দয়িত্ব মেনে চলছে, এ ব্যাপারে আমরা ইরানে কথায় বিশ্বাস করবো না। ইরান নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো সম্পুর্ণ মনে না চললে এবং তার উস্কানিমূলক কাজ বন্ধ না করলে, আমরা এর পরিণতি তুলে ধরবো।

ইরান বলেছে যে বৃহস্পতিবার তারা মহাশূন্য উপগ্রহ বাহী একটি রকেট নিক্ষেপ করেছে।

ইরান দাবি করছে যে তাদের এই রকেটটি ভু পৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার উপরে আড়াইশ কিলোগ্রাম ওজনের উপগ্রহ বহনে সমর্থ। কিন্তু কি ধরণের উপগ্রহ সে ব্যাপারে ইরান বিস্তারিত কিছু জানায়নি। রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে যে এই রকেট পরীক্ষার সাফল্যের মধ্য দিয়ে সেখানে ইমাম খোমেনি উপগ্রহ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হলো।

XS
SM
MD
LG