অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের রিপোর্টে যে বলা হয়েছে তেহেরান সন্ত্রাসবাদে সমর্থন দেয়, ইরান তার তীব্র সমালোচনা করেছে


FILE - А volunteer fighter with Syrian government forces sits atop a tank in the province of Raqqa, Syria, Feb. 17, 2016. Backed by Russia and Iran, Syrian forces seen as much better positioned than the U.S.-led coalition and its regional allies to take
FILE - А volunteer fighter with Syrian government forces sits atop a tank in the province of Raqqa, Syria, Feb. 17, 2016. Backed by Russia and Iran, Syrian forces seen as much better positioned than the U.S.-led coalition and its regional allies to take

রবিবার ইরান, পুর্বেকার বছরগুলোর মত, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সাম্প্রতিক রিপোর্টের সমালোচনা করে, যে রিপোর্টে ইরানকে, বিশ্বে, সন্ত্রাসবাদে মদদ দেওয়ার প্রধান দেশ হিসেবে চিহ্নিত করা হয়।

ইরানী পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক মুখপাত্র তার পরিবর্তে, যুক্তরাষ্ট্রের মিত্র দেশ সৌদী আরবের বিরুদ্ধে অভিযোগ করে যে তারাই হচ্ছে সন্ত্রাসী তৎপরতায় অর্থায়নের ক্ষেত্রে প্রকৃত নেতা। ইরান আরও অভিযোগ করে যে সৌদী আরব ও তাদের অন্যান্য মিত্র দেশ যারা বিশ্বের অশুভ ওই চক্রান্তকে ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে থাকে, ওয়াশিংটন তার প্রতি কোন দৃষ্টি দিচ্ছে না।

হোসেইন জাবের আনসারির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে বলা হয়, যে ওই অঞ্চলে আমেরিকার মিত্ররা বিভিন্ন উপায় দাইশ বা আইএস এবং অন্যান্য সন্ত্রাসী গ্রুপকে যখন সমর্থন দেয়, তখন ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান ইসলামিক প্রজাতন্ত্র সর্বাগ্রে এগিয়ে আছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সর্বসাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে গত বছর গাজায় ফিলিস্তিনী চরমপন্থীদের প্রতি ইরানের সমর্থন বেড়েছে এবং সিরিয়ায় বাশার আল আসাদের সরকারকে যে হেজবোল্লাহ যোদ্ধারা সাহায্য করছে তাদের ইরান সমর্থন দিচ্ছে।

XS
SM
MD
LG