অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় ইউনিয়ন ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রোধ করতে চায়


European Commission President Jean-Claude Juncker
European Commission President Jean-Claude Juncker

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব ঠেকাতে তৎপর ইউরোপীয় ইউনিয়ন।

পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে নিজেদের কোম্পানিগুলোকে রক্ষার উপায় খুঁজছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার ইউরোপীয় কমিশন একটি উদ্যোগ নিচ্ছে যাতে করে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা অমাণ্য করতে ইউরোপীয় কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হবে। এর লক্ষ্য হবে পরমাণু চুক্তি বহাল রাখতে ইরানকে সাহায্য করা এবং একই সঙ্গে ইউরোপের কর্পোরেট স্বার্থ সংরক্ষণ করা। এজন্য 'ব্লকিং স্ট্যাচু' নামের একটি আইন কার্যকর করতে শুক্রবার থেকে প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে ইউরোপীয় দেশগুলোর একটি কমিশন

কমিশনের চেয়ারম্যান জ্যঁ ক্লদ জাংকার বুলগেরিয়ার সোফিয়ায় ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে এক বৈঠকের পর বলেছেন , আমাদের দায়িত্ব হচ্ছে ইউরোপীয় কোম্পানিগুলোকে রক্ষা করা। আমাদের এখন সক্রিয় হতে হবে আর তাই আমরা এখন এই প্রক্রিয়া শুরু করছি।

XS
SM
MD
LG